বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলায় উপজেলা যুব উন্নয়ন অফিসে সহকারী উপজেলা যুব উন্নয়ন পদে ৩ জন কর্মরত থাকার কথা। সেখানে কর্মরত আছেন মাত্র একজন। শূন্যই রয়েছে দু’টি। এমতাবস্থা দীর্ঘদিন যাবত। কবে নাগাদ শূন্য পদ দু’টি পূরণ হবে, তা বলতে পারেন না কর্মরত কর্মকর্তা । এমনটি জানান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ্ জামাল। তিনি আরো জানান, এ অফিসে অফিস সহায়ক মোঃ মঞ্জুরুল আলম নামে ব্যক্তি গত ২০২২ সালের ১৮ নভেম্বরে সোনাতলা উপজেলা যুব উন্নয়ন অফিসে যোগদান করেন। এরপর ২০২৩ সালের ৯ জানুয়ারি এখান থেকে সুনামগঞ্জ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ডেপুটেশনে গিয়েছেন। বর্তমানে আজও পর্যন্ত সেখানেই কর্মরত আছেন। তিনি সেখান থেকে কবে নাগাদ নিজ কর্মস্থল সোনাতলা উপজেলা যুব উন্নয়নে আসবেন তাও বলা যাচ্ছে না। উল্লেখিত পদে ৩ জন কর্মচারী পদে লোক না থাকায় অফিসিয়াল কাজ ব্যাহত হচ্ছে। অফিসিয়াল যাবতীয় নিয়মিত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পদগুলো অবিলম্বে পূরণ হওয়া প্রয়োজন বলে মনে করেন অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারী অফিসটির আওতায় সমিতির যুবরা।