বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্ট ২০২৫” এর ফাইনালে উন্নীত হয়েছে ২০নং ওয়ার্ড। সোমবার বিকেলে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ১২নং ওয়ার্ড কে ১-০ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে এগিয়ে যায় ২০নং ওয়ার্ড। বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার সেক্রেটারি অধ্যাপক আসম আব্দুল মালেক আনুষ্ঠানিকভাবে সেমিফাইনাল খেলার উদ্বোধন ঘোষনা করেন। এসময় উপস্থিত ছিলেন শহর নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ বেগ, সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিন, আইন সম্পাদক এড. শাহীন মিয়া, এড. নুরুল ইসলাম আকন্দসহ নেতৃবৃন্দ। বিপুল সংখ্যক দর্শক মাঠে বসে উত্তেজনাপূর্ন সেমিফাইনাল খেলা উপভোগ করেন। এর আগে গোকুল ইউনিয়ন প্রথম দল হিসেবে ফাইনালে উন্নীত হয়। ফাইনাল ম্যাচের তারিখ শিঘ্রই জানানো হবে।