প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ১০:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৭:৩০ পি.এম
শিবগঞ্জে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
![]()

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা ,শিবগঞ্জ ,বগুড়া) : বগুড়ার শিবগঞ্জে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এতে ক্ষোভে ফেটে পড়েন স্বজনরা। গতকাল শনিবার সকালে শিবগঞ্জ বন্দরের মমিত ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এঘটনা ঘটে। এঘটনায় আজ রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন নিহত নবজাতকের বাবা ফয়সাল সরকার।
অভিযোগ সূত্রে জানা যায়, শিবগঞ্জ সদর ইউনিয়নের চাঁদনীয়া গ্রামের বাসিন্দা ও সদর ইউনিয়ন আনসার কমান্ডার ফয়সাল সরকার গত শুক্রবার রাত সোয়া ৯টার দিকে তার স্ত্রীকে প্রসবজনিত কারণে মমিত ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত নার্সরা বলেন, রোগীর অবস্থা জটিল। এখানে চিকিৎসা হবে না। এমন কথা শুনে রোগীকে বগুড়া নিয়ে যেতে চাইলে অন্য একজন নার্স বলেন, রোগীকে এখানে এক রাত রাখলে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীর অবস্থার উন্নতি করবো। তার কথার উপর ভরসা করে স্ত্রীকে ক্লিনিকে রেখে ডিউটিতে চলে যান ফয়সাল। পরের দিন শনিবার সকালে রোগীর পরিবারের সদস্যদের কারো অনুমতি ছাড়াই রোগীকে নরমাল ডেলিভারি করলে নবজাতক শিশুর অবস্থা সংকটাপন্ন হয়। বিষয়টি নবজাতকের বাবা ফয়সালকে জানালে তিনি দ্রুত ক্লিনিকে আসেন এবং তাৎক্ষণিকভাবে নবজাতক শিশুকে এম্বুলেন্স যোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক নবজাতক শিশুকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে ক্লিনিকের মেডিকেল অফিসার মানিক বলেন, "নরমাল ডেলিভারি আল্লাহ প্রদত্ত সিস্টেম। সেখানে রোগী বা নবজাতকের মৃত্যু হলে ডাক্তারের কি করার আছে?"
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, "এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ