বগুড়া সংবাদ : সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়ন কৃষকদলের রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মুঞ্জু মাস্টারের সভাপতিত্বে বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বালুয়াহাট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ জিয়াউল ইসলাম শান্তু। তিনি বক্তব্যে বলেছেন, বিএনপি ও অঙ্গদলের প্রতিটি নেতা-কর্মিকে দেশ প্রেমিক হতে হবে। দেশ প্রেমিক না হলে সে কখনো জাতীয়তাবাদী দলের লোক হতে পারে না। সে কখানো শহীদ জিয়ার আদর্শের সৈনিক হতে পারে না। তিনি আরো বলেছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি ছিলেন কৃষক বান্ধব রাষ্ট্রপতি,দেশ ও দেশের মানুষ বান্ধব রাষ্ট্রপতি। শুধু বিএনপি সংগঠন করলেই চলবে না। প্রত্যেককে জিয়ার আদর্শ স্মরণ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা কৃষক দলের সদস্য সচিব মানজুদুর রহমান লান্জু, যুগ্ম আহ্বায়ক মোঃ শফিউল্লাহ শফি, উপজেলা কৃষক দল নেতা মোমিনুল ইসলাম রুমেল, জোড়গাছা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রুবেল হোসেন, প্রচার সম্পাদক মোঃ সাজু মিয়া ও মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ মোন্তনা বেগম-সহ অনেকে। প্রধান অতিথি রাজনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করায় উপস্থিত সকলে সন্তুষ্ট হয়েছেন।