বগুড়া সংবাদ : বগুড়ায় ব্রিলিয়্যান্ট এসোসিয়েশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান শনিবার সকালে শহীদ টিটু মিলনায়তনে সংস্থার মহা পরিচালক সাইয়্যেদ কুতুব সাব্বির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খিরশেহির আহি এভরান বিশ্ববিদ্যালয় তুরস্কের এ্যসিস্টেন্ট প্রফেসর ড. মোস্তফা ফয়সাল পারভেজ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী বাংলাদেশ ডিবেট এসোসিয়েশনের চেয়ারম্যান আল মামুন রাসেল, প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু মেধাবী হলেই চলবেনা, পাশাপাশি সৎ, দক্ষ ও আদর্শবান হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। প্রধান অতিথি বলেন, ব্রিলিয়্যান্ট এসোসিয়েশন বর্তমান ছাত্রসমাজের জন্য একটি আশীর্বাদ। তাদের এ কার্যক্রমে আমাদের সবার স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আাশা দরকার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গার্ডিয়ান পাবলিকেশন্সের এমডি নূর মোহাম্মাদ আবু তাহের, রিয়াজুল ইসলাম,অধ্যক্ষ আব্দুল হক সরকার, এ্যাড. শাকিল উদ্দিন। আরও উপস্থিত ছিলেন সংস্থার সাবেক মহাপরিচালক এ্যাড. নুরুল ইসলাম আকন্দ, এ্যাড. সাইফুদ্দীন সাইফুল, মিজানুর রহমান, এনামুল হক রানা, জাকিরুল ইসলাম, রোকনুজ্জামান, বর্তমান সদস্য সচিব, আবু হানিফা প্রমুখ।