বগুড়া সংবাদ : বগুড়া সারিয়াকান্দী উপজেলা ফুলবাড়ী ইউনিয়নের কাঁঠালতলা নামক স্থানে সারিয়াকান্দী -টু- বগুড়া গামী সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জন গুরুতর আহত ২ জন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৬ টার সময় সারিয়াকান্দী উপজেলা ফুলবাড়ী ইউনিয়নের কাঁঠালতলায় সারিয়াকান্দী টু বগুড়াগামী সিএনজি ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত শুকুর আলী (৪০), পিতা মৃত শফিকুর রহমান, সাং সুলতানপুর, থানা শিবগঞ্জ ঘটনাস্থলেই মারা যায়, বিপুল (৩৮), পিতা বিমল, মমতা (৩২), স্বামী বিপুল ও আহত রুপা (১২), পিতা বিপুল, বিপ্লব (৫), পিতা বিপুল, সর্বসাং কুঠিবাড়ি, থানা-সাঘাটা, জেলা-গাইবান্ধা গণদের উদ্ধার করে চিকিৎসার জন্য সারিয়াকান্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়া হয়। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বিপুল (৩৮) ও তার ছেলে বিপ্লব (৫) মৃত্যু হয়। মমতা (৩২) ও তার মেয়ে রুপা (১২) এর অবস্থা আশঙ্কাজনক জানা যায়।
গাবতলী, সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলা এলাকায় বালুর ট্রাক বেপরোয়াভাবে চলাফেরা করে। বেপরোয়া ভাবে চালানোর কারণে দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। ভুক্তভোগী ওই উপজেলা বাসিরা প্রশাসনের নেক দৃষ্টি কামনা করেন।