বগুড়া সংবাদ : দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দূত ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার কিচক ইউনিয়নের তালপুকুরিয়ায় আলোর দূত ফাউন্ডেশনের আলোচনা সভায় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা সামাজিক স্বেচ্ছাসেবী এ্যাসোশিয়েশন সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা, সাধারণ সম্পাদক এম এ ইসলাম আরিফ, আলোর দূত ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা পরিচালক চেয়ারম্যান পদপ্রার্থী শরিফুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মিল্টন। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য রায়হান, রুবেল, শাকিল, বাইজিদ, আলামিন,আবু মুছা,নাইম ইসলাম, ফরিদ জামান, মেহেদুল ইসলাম, সৌরভ, সঞ্চালনায় রানাসহ প্রমুখ।
আলোচনা সভা শেষে তালপুকুরিয়া আত-তাওহীদ নুরানি মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফলজ আম গাছের চারা বিতরণ করা হয়।