বগুড়া সংবাদ: বগুড়ায় আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া জোড়া হত্যা মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম (৪০) অবশেষে ডিবি পুলিশের হাতে ধরা পড়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আদমদিঘী উপজেলার নাটোর সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত থেকে পলায়নের পরপরই ডিবি পুলিশ গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং রাতেই রফিকুলকে আটক করতে সক্ষম হয়।
এর আগে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আসামি গণনা শেষে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল। সেই সময় ভিড়ের মধ্যে সুযোগ নিয়ে জোড়া হত্যা ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ সদস্য ৬ জনকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগরের লক্ষীমণ্ডপ গ্রামে ডাকাতির পর শ্বশুর ও পুত্রবধূকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় গ্রেফতারের পর রফিকুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছিলেন।