বগুড়া সংবাদ: বগুড়ার সোনাতলায় এবার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৪৯টি মন্ডপে হিন্দু ধর্মাম্বলম্বীদের বড় উৎসর শ্বারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পৌরসভা ও ইউনিয়ন ভিত্তিক হিসেবে এবার সোনাতলা পৌর সদরে রাম নারায়ন বিহানী কেন্দ্রীয় মন্দিরে,গড়চৈতন্যপুর কর্মকার পাড়ায়,কানুপুর মিস্ত্রিপাড়ায়,মাঝিপাড়ায়,শাহবাজপুর গ্রামে ও চমরপাছায় বাদ্যকর একটি করে মোট ৬টি মন্ডপ। সোনাতলা সদর ইউনিয়নে বিশ্বনাথপুর,চকনন্দন বারোয়ারি,সরকার বাড়ি,কাবিলপুর শীলপাড়া,নামাজখালী দক্ষিণপাড়া, উত্তরপাড়ায় একটি করে মোট ৬টি মন্ডপ। বালুয়া ইউনিয়নের ক্ষেতেশ্ব পুকুরপাড়,বালুয়াহাট সাহাবাড়ি,নগরপাড়া ও হারিয়াকান্দি সরকার বাড়িতে একটি করে মোট ৪টি মন্ডপ। দিগদাইড় ইউনিয়নের চিল্লিপাড়া মহন্তবাড়ি,বাঁশহাটা পূর্বপাড়া,বাঁশহাটা পশ্চিমপাড়া,মহিচরণ উত্তরপাড়া,মহিচরণ দক্ষিণপাড়া,ফাজিলপুর,লোহাগাড়া,লোহাগাড়া উত্তরপাড়া,কাতলাহাড়,কর্পূর লক্ষ্মিনারায়নপাড়া,হারিয়াকান্দি মাঝিপাড়া ও বারঘরিয়ায় একটি করে মোট ১২টি মন্ডপ। পাকুল্লা ইউনিয়নে পূর্ব সুজাইতপুর,পাকুল্লা মৎস্যজীবীপাড়া ও পাকুল্লা ঘোষপাড়ায় একটি করে মোট ৩টি মন্ডপ। এছাড়া জোড়গাছা,মধুপুর ও তেকানী চুকাই নগর ইউনিয়নেও রয়েছে কয়েকটি করে পূজামন্ডপ।