বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউসিয়নের কর্নিপাড়া বাজারের পূর্বে হাফেজিয়া মাদ্রাসার নিকটে নামুজা সড়কে ডাকাতির প্রস্তুতির সময় গত সোমবার রাত সাড়ে ৯ টার সময় স্থানীয় জনগন দেশীয় অস্ত্র সহ ৫ ডাকাতকে আটক করে গনধোলাই দিয়ে থানা পুলিশে দিয়েছে ।
আটকৃতরাহলো বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহারহাট এলাকার মৃত মোজামের পুত্র স্বাধীন (৩২), একই উপজেলার আলীগ্রামের শামসুদ্দিননের পুত্র মেজবাউল হাসান নাঈম (৩২), বুলুর পুত্র জাকারিয়া (২২), একই উপজেলার সংসারদীঘি গ্রামের মোজাফফর হোসেনের পুত্র মনির হোসেন (২৪) ও হযরত আলীর পুত্র রাকিবুল ইসলাম (২১)।
আটককৃতদের কাছ থেকে স্থানীয় জনগন বার্মিজ চাকু সহ আট ধরনের দেশীয় অস্ত্র এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করেছে।
জানা গেছে দেশীয় অস্ত্র নিয়ে ৮/৯ জনের একটি ডাকাত দল কর্ণিপাড়া বাজারের আশে পাশে রাস্তায় ডাকাতি করার প্রস্তুতিকালে জনগন ডাকাতদের ধাওয়া করলে দেশীয় অস্ত্র সহ ৫ জন ডাকাত জনগনের হাতে ধরা পরে এবং এ সময় বাঁকিরা পালিয়ে যায়। পরে কাহালু থানা পুলিশকে সংবাদ দেওয়া হলে পুলিশ দ্রæত ঘটনাস্থলে এসে ৫ ডাকাতকে গ্রেফতার করে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র সমূহ থানায় নিয়ে আসেন।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একটি ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের মঙ্গলবার বগুড়া আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত ডাকাত স্বাধীনের বিরুদ্ধে আরও একটি দস্যুতার মামলা রয়েছে।