বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রোববার রাতে আদমদীঘির উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন,আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির দত্তবাড়িয়া গ্রামের জহুরুল মন্ডলের ছেলে নাসির মন্ডল (২৬), একই উপজেলার মন্ডবপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে ওমর ফারুক (৩৪), মুরইল তালুকদার পাড়ার তছির মন্ডলের ছেলে মিরাজ মন্ডল (২৩) ও আল মাহমুদের ছেলে আল সাফা (২২)।আদমদীথি থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত রোববার রাতে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান কালে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার মুরইল-সাওইল সড়কের দত্তবাড়িয়া এলাকা থেকে মাদক বেচা কেনার সময় মাদক কারবারি নাসির মন্ডলকে নেশার ৩০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সুদিন গ্রামের রাস্তা থেকে ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওমর ফারুককে এবং নসরতপুর রাস্তা থেকে মিরাজ মন্ডল ও আল সাফাকে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক মাদক আইনে মামলা রুজু করে সোমবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।