বগুড়া সংবাদ: সোনাতলা (বগুড়া) সংবাদদাতা: সোনাতলায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দুর্ঘটনায় কবলিত সিএনজি। শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোর ৩টায় এ ঘটনা ঘটেছে।
সোনাতলা সদর ইউনিয়নের মুন্ডমালা গ্রামের মৃত হারেছ আকন্দের ছেলে কাঁচা তরকারি ব্যবসায়ী ইয়াদুল আকন্দ (৪৫) মালামাল কেনার জন্য বাড়ি থেকে নম্বর বিহীন একটি সিএনজি যোগে বগুড়ার দিকে যাচ্ছিল। যাবার পথে সোনাতলা পৌর এলাকার বোচারপুকুর নামক রাস্তার মোড়ে পৌঁছিলে সামনে দিক থেকে দ্রুতবেগে আসা মালবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা একমাত্র যাত্রী কাঁচা তরকারি ব্যবসায় ইয়াদুল আকন্দ দুর্ঘটনায় পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সিএনজিটি। সাথে সাথে পালিয়ে যায় সিএনজি চালক ও ট্রাকচালক। এ ব্যাপারে স্থানীয়রা সোনাতলা থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ইয়াদুলের মৃতদেহ উদ্ধার করে থানায় আনে। থানা পুলিশ মৃত ব্যক্তির স্বজনদের সংবাদ দিলে পুলিশ মৃত ব্যক্তিকে স্বজনদের হাতে হস্তান্তর করেন। সোনাতলা সদর ইউপি সদস্য জাকির হোসেন বেলাল আকন্দ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন কবির মৃত বিষয়ে নিশ্চিত হয়েছেন।