বগুড়া সংবাদ: শনিবার দুপুরে বগুড়ার কাহালু সোনালী ব্যাংক সংলগ্ন কাহালু মডেল প্রেসক্লাবের কার্যালয়ে অত্র প্রেসক্লাবের কমিটি গঠন কল্পে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাক ও দৈনিক করতোয়া পত্রিকার কাহালু উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংাবাদিক মো. আব্দুস ছালেক তোতা।
সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক সাতমাথা পত্রিকার কাহালু উপজেলা প্রতিনিধি এম এ কাদেরকে সভাপতি এবং দৈনিক ভোরের দর্পণ ও দি নিউ এজ পত্রিকার কাহালু উপজেলা প্রতিনিধি এম এ মতিনকে সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদনীবাজার পত্রিকার কাহালু উপজেলা প্রতিনিধি নুরুল ইসলাম শেখকে সাংগঠনিক সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কাহালু মডেল প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়।
এছাড়াও কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি দৈনিক মুক্তবার্তা পত্রিকার কাহালু উপজেলা প্রতিনিধি প্রভাষক জাকী মো. ওয়াহেদুজ্জামান চন্দন, কার্যকরী সদস্য দৈনিক ইত্তেফাক ও দৈনিক করতোয়া পত্রিকার কাহালু উপজেলা প্রতিনিধি মো. আব্দুস ছালেক তোতা, দৈনিক ইনকিলাব ও দৈনিক বগুড়া পত্রিকার উপজেলা প্রতিনিধি আলহাজ্ব মো. আব্দুল হান্নান, কাহালু প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক মো. হাবিবুর রহমান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মো. মাকছুদুর রহমান মাসুদ প্রমূখ ।