বগুড়া সংবাদ: জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বগুড়ার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল
টুর্নামেন্টের সোমবারের খেলায় শাজাহানপুর উপজেলা ৩-০ গোলে সোনাতলা উপজেলাকে পরাজিত করেছে । শাহজাহানপুরের পক্ষে আল-আমিন একটি ফরেন রিক্রুট বুয়েটিং দুইটি গোল করেন । খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় শাজাহানপুরের আল আমিন। শহীদ আব্দুল আহাদ সৈকতের পিতা নজরুল ইসলাম ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন এনডিসি খাইরুল হাসান, শাহজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুল ইসলাম ,বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু , খালেদ মাহমুদ রুবেল, হাসান মোল্লা প্রমুখ ।আজ মঙ্গলবার এর খেলা শেরপুর উপজেলা বনাম শিবগঞ্জ উপজেলা।