বগুড়া সংবাদ ( জাহাঙ্গীর আলম লাকি, গাবতলী বগুড়া) :গাবতলী পৌর বিএনপির আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে পৌরসভা চত্তরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা শুরু হয়।
পরে জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবেক পৌর মেয়র সাইফুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য রেলী পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কর্তন শেষে পৌর বিএনপির সভাপতি কায়দুজোহা টিপুর সভাপতিত্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম। এ ছাড়াও আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আবুল হোসেন মোল্লা,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আ: রহিম পিন্টু, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, তাজুল ইসলামসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।