প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ২:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ৯:৪০ পি.এম
সান্তাহারে রেলওয়ে সেতুর নিচ থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার
বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে ষ্টেশনের উত্তর পাশে একটি রেলওয়ে সেতুর নিচ থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এ সংবাদ পাঠানোর সময় পর্যন্ত মরদেহের কোন পরিচয় পাওয়া যায়নি।
রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এলাকাবাসী সান্তাহার জংশন ষ্টেশনের উত্তরে পৌঁওতা রেলওয়ে সেতুর নিচে ওই ব্যাক্তির মরদেহ দেখতে পায়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, লাশের বয়স আনুমানিক ৪০ থেকে ৫০ বছরের মত হবে। ধারনা করা হচ্ছে সেতু পার হতে গিয়ে ওই ব্যাক্তি মৃত্যু হয়েছে। পরিচয় না মেলায় মরদেহটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে । লাশের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি (অপমৃত্যু) ইউডি মামলা দায়ের করা হয়েছে।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ