বগুড়া সংবাদ :বগুড়া জেলা জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান শ্রমিক দল (রেজি: নং-২১৪৫)-এর ত্রিবার্ষিক সাধারণ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় শহরের গালা পট্টি টেম্পল বোর্ড কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করেন।
এবারের নির্বাচনে কোনো পদেই একাধিক প্রার্থী না থাকায় প্রার্থীরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জালাল উদ্দিন প্রামানিক এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বি এম বকুল মোল্লা। এছাড়া কার্যকরী সভাপতি পদে মো. শামীম খলিফা, সিনিয়র সহ-সভাপতি পদে মো. আব্দুর রাজ্জাক এবং সাংগঠনিক সম্পাদক পদে আল আমিন হোসেন নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটির অন্য নির্বাচিত পদাধিকারীরা হলেন—
সহ-সভাপতি: মো. হযরত আলী
সিনিয়র সহ-সাধারণ সম্পাদক: মো. রোস্তম প্রামাণিক
সহ-সাধারণ সম্পাদক: জনাব আলী
অর্থ সম্পাদক: আমিনুল ইসলাম
দপ্তর সম্পাদক: মোন্তেজার রহমান
সহ-সাংগঠনিক সম্পাদক: জুলহাস আকন্দ (সোহেল)
প্রচার সম্পাদক: সেকেন্দার প্রামাণিক
সড়ক সম্পাদক: আশরাফ
সহ-সড়ক সম্পাদক: আমিরুল ইসলাম
সমাজ কল্যাণ সম্পাদক: মীর কাশেম
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: শাহীন
ধর্মীয় সম্পাদক: নূরুল ইসলাম
কার্যনির্বাহী সদস্য: রাশেদ আহম্মেদ, আফজাল হোসেন, নজরুল ফকির, জাহিদুল ইসলাম, রতন মিয়া, আব্দুল খালেক, সুরুজ শাহ ও আলমগীর।ঘোষণা কালে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সাদেক আলী, সদস্য আহসান সাব্বির সোহাগ, মাফরুজ্জামান ওমেক্স ও সাজু মিয়া। এছাড়াও জেলা শ্রমিক দলের সহ-সভাপতি সোহরাব হোসেন লাইজু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল কবির, সহ-সাধারণ সম্পাদক মো. আলী ও শহর শ্রমিক দলের আহ্বায়ক নুরুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।
ঘোষিত ফলাফলে জানানো হয়, নির্বাচিত কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে।