প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৫, ১১:২১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২৫, ৫:১৩ এ.এম
আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় টমটম চালক নিহত, শিক্ষিকা আহত
![]()

বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারি চালিত টমটম চালক নিহত ও খন্দকার নিশাত নামের স্কুল শিক্ষিকা আহত হয়েছে। মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এ দূর্ঘটনা ঘটে। আহত স্কুল শিক্ষিকা নিশাতকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সে আদমদীঘি সদরের অবসপ্রাপ্ত সহকারি অধ্যাপক্ষ আনোয়ারুল হক পল্টুর স্ত্রী ও শিশু নিকেতন স্কুলের সহকারি শিক্ষিকা। নিহত টমটম চালক আব্দুল মান্নান উপজেলার শালগ্রামের কাজেম উদ্দিনের ছেলে।
আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয়রা জানান, নিশাত নামের ওই শিক্ষিকাকে আব্দুল মান্নান তার ব্যাটারি চালিত টমটমে তুলে নিয়ে বগুড়া-নওগাঁ মহাসড়ক দিয়ে শিশু নিকেতন স্কুলে যাওয়ার সময় উল্লেখিত সময়ে স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে টমটম ঘুরানোর সময় বগুড়াগামী একটি মিনি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় টমটম উল্টে ঘটনাস্থলেই চালক আব্দুল মান্নান নিহত ও শিক্ষিকা খন্দকার নিশাত গুরুত্বর আহত হয়। তাকে প্রথমে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শজিমেকে স্থানান্তর করা হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস.এম মোস্তাফিজুর রহমান জানান।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ