বগুড়া সংবাদ : “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস/২৫ইং উপলক্ষে মঙ্গলবার সকালে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের যৌথ উদ্যোগে এক র্যালী বের করা হয়।
উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহি অফিসার মো. কাওছার হাবীব, কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মো. আব্দুল মালেক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. নূর নবী, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, উপজেলা সমাজসেবা অফিসার আবিদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মো. মাহবুবর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মাশরুবা আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী প্রভাত কুমার হালদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও যুব উন্নয়ন সমবায় সমিতির অনান্য সদস্যবৃন্দ।
র্যালী শেষে কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে ১৪ জন সদস্যদের মাঝে ১২ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
এছাড়াও কাহালু উপজেলা পরিষদ চত্বরে মশক নিধন করা হয়।