বগুড়া সংবাদ ( জাহাঙ্গীর আলম লাখি, গাবতলী , বগুড়া ): শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫৬ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার থানা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে গাবতলী কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন থানা বিএনপি সহ-সভাপতি প্রভাষক আশরাফ হোসেন, থানা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মমিনুল হোসেন মমিন, শাহাদাত হোসেন খান সাগর, সুখানপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান পিন্টু, নাড়ুয়ামালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজার রহমান রঞ্জু, নশিপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, বিএনপি নেতা ডা: শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহব্বত আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান ডিটল, সাধারণ সম্পাদক এস এম রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা,পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, সাধারণ সম্পাদক রাহাদ রহমান তাসকিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরো, সদস্য সচিব সুজল দেব, স্বেচ্ছাসেবক দল নেতা মামুনুর রশিদ ঠান্ডু, আরাফাত রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পবন সরকার, সদস্য সচিব লেমন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলম আকন্দ, সাধারণ সম্পাদক শাহিন পাইকার, মেনারুল ইসলাম,উপজেলা তাঁতীদলের সভাপতি রাশেদুল ইসলাম রাঙ্গা, সাধারণ সম্পাদক দৌলতজ্জামান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া শেষে মুসল্লীদের মাঝে মিষ্টি বি বিতরণ করা হয়।