বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : গতকাল শুক্রবার বগুড়ার গাবতলী প্রেসক্লাবের সাধারণ সভা প্রেসক্লাবের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক সাব্বির হাসানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রায়হান রানা, প্রতিষ্ঠাতা সদস্য রেজাউল বারী, শফিকুল ইসলাম বুলবুল, ইসলাম রফিক, এম ফজলুল হক বাবলু, রেজাউল করিম, জাহাঙ্গীর আলম লাকী, সাংগঠনিক সম্পাদক আমিনুল আকন্দ, কোষাধ্যক্ষ ওয়ায়েজ রেজা, প্রচার সম্পাদক আরিফুর রহমান বয়েল, দপ্তর সম্পাদক আতোয়ার রহমান বিপ্লব, নির্বাহী সদস্য সামিউল ইসলাম শামীম, নজরুল ইসলাম, তোহাব রহমান, সদস্য এহসানুল হক শামীম, রিয়াজ মাহমুদ, রিপন মিয়া প্রমুখ। প্রেসক্লাবের সার্বিক বিষয় নিয়ে বিস্তারিকভাবে আলোচনা করা হয়। সভায় বিগত নির্বাহী কমিটি ভেঙ্গে সর্বসম্মতিক্রমে তিন সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে এনামুল হককে আহবায়ক, শফিকুল ইসলাম বুলবুল ও এম ফজলুল হক বাবলুকে সদস্য করা হয়েছে।