বগুড়া সংবাদ : জুলাই গণ অভ্যুত্থানের ১ম বার্ষিকীতে বগুড়া প্রেসক্লাব আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন শহর জামায়াতের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সমাজ সেবা সম্পাদক মাওলানা আব্দুল হালিম বেগ. যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ। পরে তিনি স্মরক বইয়ে স্বাক্ষর করেন এবং লেখেন জুলাই আন্দোলনে আমরা আমীর সেক্রেটারী কারাগারে ছিলাম। আন্দোলন সরাসরি দেখতে পারিনি। তাই প্রদর্শনীটি দেখে মুগ্ধ হলাম। তিনি ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলন চিত্র ও ভিডিও সমাজের কাছে আরো বেশী তুলে ধরতে সাংবাদিদের প্রতি আহবান জানান।