প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৪, ৭:১৪ এ.এম
ইসলামী জ্ঞান অর্জন করে তা আমাদেরকে আমল করতে হবে —সাবেক এম পি মোশারফ হোসেন
বগুড়া সংবাদ : কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাম্পাদক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও বগুড়া-৪, কাহালু-
নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেছেন, ওয়াজ মাহফিলের মাধ্যমে ইসলামী জ্ঞান অর্জন করে তা আমাদেরকে আমল করতে হবে। তিনি আরও বলেন, মহান আল্লাহ তায়ালাকে
রাজি খুশি করতে আমাদেরকে এবাদত বন্দিগীতে মসগুল হতে হবে। শুক্রবার রাতে বগুড়ার কাহালু পৌর এলাকার উলট্র ওয়াজ মাহফিল ও গোরস্থান কমিটির উদ্যোগে ৫১ তম বার্ষিক ওয়াজ মাহফিল ও ইছালে ছাওয়াবে
প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। ওয়াজ মাহফিল ও ইছালে ছাওয়াবে সভাপতিত্ব করেন উলট্র মধ্যপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ মো. এমদাদুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলট্র ওয়াজ মাহফিল ও গোরস্থান কমিটির সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান (ভাটা)। ওয়াজ মাহফিল ও ইছালে ছাওয়াবে প্রথম বক্তা হিসেবে বক্তব্য রাখেন আল-
কুরআন রিসার্চ কেন্দ্রের গবেষক ও ঢাকা ফোরমান পরিষদের ভাইস প্রেসিডেন্ট হযরত মাওলানা মো. গোলাম আজম। উক্ত ওয়াজ মাহফিল ও ইছালে ছাওয়াবে উপস্থিত ছিলেন আমন্ত্রিত
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির
সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন সহ সাবেক
এম পির সফরসঙ্গী। এছাড়াও একইদিন বিকেলে সাবেক এম পি আলহাজ্ব মো. মোশারফ হোসেন মুরইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মরহুম আবু তালেবের বীরপাল্লা গ্রামে কবর জিয়ারত করেন এবং
সন্ধ্যায় কাহালু উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অসুস্থ কাজী আব্দুর রশিদের বাসায় গিয়ে তার খোঁজখবর নেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ