বগুড়া সংবাদ : বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যূত্থান দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলেক্ষ মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে বগুড়া শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে সম্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, সিভিল সার্জন একে এম মোফাখখারুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। জুলাই যোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন নিহত জুনাইদ ইসলাম রাতুল এর বাবা জিয়াউর রহমান। এসময় উপ¯ি’ত ছিলেন ¯’ানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম, জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সেক্রেটারী আব্দুল মালেকসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র-অভিভাবক ও জুলাই গণঅভূত্থানে শহিদ পরিবার এবং আহতরা। অনুষ্ঠান শেষে জুলাই স্মৃতি প্রাফিতি অ্যালবাম এর মোড়ক উন্মোচন করা হয়। এরপর আহত ও শহিদ পরিবারের মাঝে উপহার তুলে দেয়া হয়।
এরআগে এদিন সকাল ৯টায় শহরের নামাজগর কবর¯’ানে জুলাই গণঅভ্যূত্থানে শহিদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর দুপুরে শহীদ টিটু মিলনায়তনে সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে জুলাই শহিদদের আত্মার মাগফেরাত ও আহতের সু¯’তা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এদিকে জুলাই গণঅভ্যূত্থান বর্ষপূর্তি উপলক্ষ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষক কর্মচারী ঐক্যজোট বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরের সাতমাথায় সমাবেশ ও র্যালি করা হয়। এতে উপ¯ি’ত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে জুলাই যোদ্ধা, শিক্ষক বুলবুল হাসান, ছাত্র এ, জেড এম জাওয়াদ আল কারিম ও ছাত্রী আনিকা তাবাসসুম রেশমীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।