প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৫, ১১:২১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৫:৪১ এ.এম
জুলাই গণঅভ্যুথান বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার “জুলাই প্রত্যয় সমাবেশ” অনুষ্ঠিত
![]()

বগুড়া সংবাদ : শনিবার বিকাল ৫ টায় ঐতিহাসিক সাতমাথায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের "জুলাই প্রত্যয় সমাবেশ" অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার সভাপতি বায়েজিদ রহমানের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক শাওন শওকত এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আলোচনা করেন সিপিবি বগুড়া জেলার সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, কৃষক সমিতি বগুড়া জেলার সাধারণ সম্পাদক হাসান আলী শেখ , ক্ষেতমজুর সমিতি বগুড়া জেলার সাধারণ সম্পাদক শুভ শংকর গুহ রায়, যুব ইউনিয়ন বগুড়া জেলার সাধারণ সম্পাদক সাঈদুর রহমান পারভেজ, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার সাবেক সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ, সাংগঠনিক সম্পাদক আফ্রিক হাসান প্রান্ত, কোষাধ্যক্ষ রাকিব ইসলাম প্রমুখ।
উক্ত সমাবেশে বক্তারা বলেন, "১৫ বছর ধরে যে ফ্যাসিজম বাংলাদেশের বুকে গড়ে উঠছিল, দেশজুড়ে যে অবিচার ও অরাজকতা তৈরি হয়েছিল, মানুষ তা থেকে মুক্তি চেয়েছিল, যা মানুষের মধ্যে একটি মানসিক ঐক্য তৈরি করেছে। আর সেই ঐক্যের ফলই গত বছরের জুলাই গণঅভ্যুত্থান। যে বৈষম্য দূরীকরণের জন্য আন্দোলন সেই বৈষম্য সবখানে লক্ষণীয়। চব্বিশের মূল দর্শন ছিল বৈষম্যের অবসানে রাষ্ট্র সংস্কার। এ দেশে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার কৃষক, শ্রমিক, দলিত এবং নারী সমাজ। গত প্রায় ১ বছরে কৃষক-শ্রমিক-দলিত ও নারীদের ভাগ্য বদলাতে কোনো মৌলিক পদক্ষেপ অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করেনি। কিছু সংস্কার কমিশন গঠন করেছে। সবচেয়ে জরুরি ছিল একটি শিক্ষা সংস্কার কমিশনও গঠন করেনি এই সরকার। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং কলেজসহ তথ্যপ্রযুক্তি শিক্ষাদানে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর ওপর আয়করের হার বাতিল করা হয়নি। ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করেছে সরকার। মুক্তিযুদ্ধের চেতনায়, জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে শিক্ষা, গণতন্ত্র ও সমাজ প্রগতির সংগ্রামে ছাত্র ইউনিয়ন তার অতীত ঐতিহ্য ধারণ করে এগিয়ে যাবে।"
আলোচনা সভা থেকে জুলাই অভ্যুত্থানে গণহত্যার সাথে জড়িতদের দৃশ্যমান বিচার শুরু;
গণঅভ্যুত্থানের সুফল প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত পৌঁছাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, জুলাই সনদ প্রদান, সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন প্রদান, এবং দেশবিরোধী সকল চুক্তি থেকে সরে আসার আহ্বান জানান বক্তারা।
উক্ত সমাবেশের শুরুতে জুলাই অভ্যুত্থানের বীর শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সভা শেষে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ