বগুড়া সংবাদ :বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাসের ওপর মুখোশ পড়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার সাবগ্রাম এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অতুল চন্দ্র দাস রাতে ব্যক্তিগত কাজে বাইরে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর ধারালো অস্ত্রে হামলা চালিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান জানান, অতুলকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় গুরুতর আঘাত করা হয়েছে। এই ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের দ্রুত আইনের আওতায় না আনা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এবিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, দুর্বৃত্তরা সবাই মুখোশ পড়েছিল। তাদের শনাক্তের চেষ্টা চলছে। আহত যুবদল নেতার অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
এ ঘটনায় দ্রুত দায়ীদের গ্রেফতারের দাবি জানিয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে যুবদল।