বগুড়া সংবাদ : বুধবার (৩০ জুলাই) দুপুরে বগুড়ার স্থানীয় হোটেল সেঞ্চুরি মোটেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক সড়ক পরিবহন কালো আইন-২০১৮ সংশোধনসহ সড়ক পরিবহনের বিভিন্ন সমস্যা নিরসনের দাবিতে এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মালিক শ্রমিক ঐক্য পরিষদ উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির রাজশাহী ও রংপুর বিভাগের কেন্দ্র কমিটির মহাসচিব সাইফুল আলম। তিনি বলেন, “সড়ক পরিবহন খাতকে ধ্বংস করে দেয়া কালো আইন বাতিল করতে হবে। আমাদের ৮ দফা দাবি অবিলম্বে মানতে হবে। এই দাবিগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে আগামী ১২ আগস্ট মঙ্গলবার সকাল ৬টা থেকে ১৫ আগস্ট শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টার ধর্মঘট কর্মসূচি পালন করা হবে।”
তিনি আরও বলেন, “এই ধর্মঘটকে সফল করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দাবি আদায়ের জন্য আমরা রাজপথে নামবো এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবো।”
সভায় পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা সরকারের প্রতি অবিলম্বে আইন সংশোধনসহ যৌক্তিক দাবি মানার আহ্বান জানান।