বগুড়া সংবাদ : মঙ্গলবার সকাল ১০টায় বগুড়া শহরের ধরমপুরে দিগন্ত আইডিয়াল স্কুলে এক বর্ণাঢ্য অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে স্কুল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দিগন্ত আইডিয়াল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক এজাজ আহমেদ আসলাম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সুপার বগুড়া রিজিয়ন এবং পদোন্নতিপ্রাপ্ত অ্যাডিশনাল ডিআইজি শহিদ উল্লাহ।
প্রধান অতিথি সন্তানদের নৈতিক ও চারিত্রিক গঠনে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং ট্রাফিক আইন কানুন মেনে চলার গুরুত্ব আরোপ করেন এবং ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
তিনি বলেন, এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য শুধু পরীক্ষার ফলাফল নয়, বরং একটি সুশৃঙ্খল ও আদর্শ সমাজ গঠন। এ লক্ষ্যে অভিভাবকদের ভূমিকা অপরিসীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও দিগন্ত আইডিয়াল স্কুলের উপদেষ্টা ইকবাল হোসেন রাজু, উপদেষ্টা ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, দিগন্ত আইডিয়াল স্কুলের উপদেষ্টা আলী হোসেন সুমন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক স্মরণ মিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ফজিলাতুন্নেছা, শিক্ষক প্রতিনিধি মিশু খাতুন, এবং অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।