বগুড়া সংবাদ : গতকাল সোমবার দুপুরে বগুড়ার কাহালু তাইরুন্নেছা (পাইলট) বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত ৩১জন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি প্রভাষক হাফিজার রহমান।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. কাওছার হাবীব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ছাকমান আলী।
সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন প্রামানিক।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহানাজ বেগম, অভিভাবক সদস্য ইব্রাহীম আলী সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ।
ক্যাপসনঃ সোমবার কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহি অফিসার মো. কাওছার হাবীব। প্রতিনিধিঃ
কাহালুতে বাস চাপায় ১ ব্যক্তি নিহত
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার মুরইল পোড়াপাড়া এলাকায় বাস চাপায় গফুর শেখ (৬০) নামে এক ব্যক্তির নিহত হয়েছেন। সে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের দোগাছি ছয়ঘরিয়াপাড়া গ্রামের মৃত শুকুর আলী শেখের পুত্র।
জানা যায়, গফুর শেখ নিজ বাড়ী থেকে বাজার করার উদ্দেশ্যে বের হন। সে পোড়াপাড়া বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় বগুড়া গামী অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে গুরুতর আহত হন। তাকে দ্রæত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কাহালু থানার এস আই মোহাম্মাদ আলী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।