প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ১২:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২৫, ১০:১৫ পি.এম
শিবগঞ্জে কারগরি শিক্ষা বোর্ডের বেসিক ট্রেড কোর্স পরীক্ষা অনুষ্ঠিত
![]()

বগুড়া সংবাদ : বগুড়ার শিবগঞ্জে কারগরি শিক্ষা বোর্ডের অধীনে বেসিক ট্রেড কোর্স ৬ ও ৩ মাস মেয়াদি শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা যায়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বেসিক ট্রেড কোর্সে অফিস অ্যাপ্লিকেশন ডাটাব্যাজ প্রোগ্রামিং কোর্সে ৬ ও ৩ মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে পরীক্ষা নেয় বোর্ডের কর্তৃপক্ষ। বিগত সময়ে বগুড়া শহরে যেতে হতো শিক্ষার্থীদের। এ কেন্দ্রে ২টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। একেন্দ্রে ১৬৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।
শিক্ষার্থীরা জানান, শিবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা নেওয়ার তারা আনিন্দত। শিবগঞ্জ উপজেলা থেকে বগুড়া শহরে গিয়ে পরীক্ষা দেওয়া তাদের পক্ষে কষ্ট কর।
শিক্ষক সোহানুর রহমান স্বাধীন বলেন, আগে বগুড়ায় পরীক্ষা কেন্দ্র ছিলো। কর্তৃপক্ষ উপজেলা পর্যায়ে পরীক্ষা নেওয়ার সুযোগ করে দিয়েছে। একদিকে শিক্ষার্থীদের যাতায়াত করতে কষ্ট হতো অন্যদিকে শিক্ষকদেরও কষ্ট হতো। আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়। তিনি আরো বলেন, ৩ তিন ধাপে পরীক্ষা নেওয়া হয়, প্রথম ধাপে লিখিত, দ্বিতীয় ধাপে ব্যবহারিক ও তৃতীয় ধাপে মৌখিক পরীক্ষা।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ