বগুড়া সংবাদ : বগুড়ার শাজাহানপুরে বৃষ্টির পানিতে খেলতে গিয়ে প্রায় সাড়ে ৩ ঘণ্টা যাবত নিখোঁজ রয়েছে ফাহিম বাবু নামের ৩ বছর বয়সী শিশু। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (১৫ জুলাই) বেলা আড়াইটার দিকে চাঁচাইতারা মধ্যপাড়া গ্রামে।
ফাহিম বাবু ওই এলাকার দিনমজুর সোহেল রানার ছেলে। স্থানীয়রা জানান, আজ সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সোহেল রানার বাড়ির পাশে থাকা হাউসে বৃষ্টির পানি জমা হয়ে নিষ্কাশন পাইপ দিয়ে পুকুরে পড়ছিল।
একপর্যায়ে বেলা আড়াইটার দিকে শিশু ফাহিম বাবু বৃষ্টির পানিতে খেলা করতে ঘরের বাইরে আসে এবং অন্য শিশুদের সাথে বৃষ্টির পানিতে খেলতে গিয়ে হাউসে পড়ে সে নিখোঁজ হয়। স্থানীয়দের ধারণা নিষ্কাশন পাইপ এর মধ্যে দিয়ে পুকুরের পানিতে তলিয়ে গেছে।