বগুড়া সংবাদ : গতকাল শনিবার বিকেলে বগুড়ার কাহালুতে জামায়াতের উদ্যোগে আগামী ১৯ জুলাই ৭ দফা দাবীতে জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ও মিটফোর্ডে সোহাগ হত্যাকারীদের বিচারের দাবীতে লিফলেট বিতরণ ও মিছিল বের করা হয়। উক্ত লিফলেট বিতরণ ও মিছিলে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ শহিদুল্লাহ, সেক্রেটারী শহিদুল ইসলাম সবুজ, সহ-সেক্রেটারী মাওঃ বেলায়েত হোসেন. প্রভাষক আব্দুল মোমিন, পৌর জামায়াতের সভাপতি প্রভাষক কাজী ফেরদৌসুর রহমান, সেক্রেটারী হাফেজ নজরুল ইসলাম সাইফুল, জামায়াতনেতা আবু ইউসুফ, আবু দাউদ, আলহাজ্ব ফখরুল ইসলাম, শহিদুল ইসলাম, জিল্লুর রহমান, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি প্রভাষক আব্দুল হান্নান, উপজেলা উত্তর শিবিেিরর সভাপতি ফরহাদ হোসেন সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে কাহালু রেলওয়ে বটতলায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।