বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বিদ্যুৎস্পৃষ্টে নিহত যুবকের অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন সান্তাহার ইউনিয়ন পরিষদের ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন। শনিবার সন্ধ্যায় ইউনিয়ের সান্দিড়া গ্রামে নিহত যুবক শ্রীনন্দের পরিবারের খোঁজ খবর নিয়ে তার বাবা জ্যোতিষের হাতে আর্থিক সহায়তার ৫ হাজার টাকা তুলে দেন নাজিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম মিনাজ, যুবদলের নেতা আবুল বাশার বাবলু, সোহেল রানা, রুহুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সম্পাদক মিলন হোসেন, ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব জিয়াউর রহমান, বিএনপির নেতা রেজাউল ইসলাম, রবিউল ইসলাম বাবু, শীতল চন্দ্র, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি হাসিবুর রহমান, সাধারণ সম্পাদক জিসান হোসেন প্রমূখ।
এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, তিনি ব্যক্তিগত ভাবে চাল দিতে চান এবং ইউএনওর সাথে কথা বলে ঘর দেওয়ার প্রতিশ্রুতি দেন।