বগুড়া সংবাদ : বাঁশফোর হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন ও বাংলাদেশ বাঁশফোর হরিজন কল্যাণ পরিষদ রাজশাহী বিভাগীয় কমিটির কার্যনির্বাহী পরিষদের গঠনতন্ত্র ও নীতিমালা তৈরীর জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় শহীদ লেফটেন্যান্ট আহসানুল হক ডিগ্রী কলেজে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপত্বি করেন শ্রী দীপক বাঁশফোর।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঁশ ফোর হরিজন কল্যাণ পরিষদ রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী রতন বাঁশফোর, সাংগঠনিক সম্পাদক শ্রী রাজু কুমার বাঁশ, উপদেষ্টা মন্ডলী সদস্য শিবু জান বাশফোর, সান্তাহার বাঁশফোর হরিজন কল্যাণ সমিতির সভাপতি গঙ্গা বাঁশফোর, সহ-সভাপতি রাজন বাশফোর, সাংগঠনিক সম্পাদক শ্রী স্বপন বাঁশফোর, শ্রীকালা বাঁশফোর, শ্রী সজলী বাঁশফোর, এছাড়াও সুধী সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মাহমুদুল আলম প্রমুখ।