বগুড়া সংবাদ : কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সাম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার প্রত্যয়ে বিএনপি সব সময়ই সকল ধর্মের মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। গণতন্ত্রের মতোই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশই আমাদের স্বপ্ন ও অঙ্গীকার। তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সহ সব ধর্মের মানুষ শান্তিতে, নিরাপত্তায় ও সমঅধিকারে বসবাস করতে পারবে। বৃহস্পতিবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলার কাহালু সদর ইউনিয়নের খাজলাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাজলাল সর্বজনীন মহাশ্মশান শ্রী শ্রী কালী পূজা উপলক্ষে চরক পূজা অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের উদ্যেশে উপরোক্ত কথা গুলো বলেন তিনি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুরইল ইউ পির সাবেক চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।