বগুড়া সংবাদ : সোনাতলা উপজেলার তেকানী চুকাই নগর ইউনিয়নের ভিকনেরপাড়া গ্রামে অগ্নিকান্ডে একটি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি গত সোমবার রাতে ঘটেছে। ক্ষতিগ্রস্ত মিনারুল ইসলাম জানান গত সোমবার রাত ১০টার দিকে আকস্মিক অগ্নিকান্ডে টিনের একটি শয়ন ঘর,যাবতীয় কাপড়-চোপড়,নগদ কয়েক হাজার টাকা,আসবাবপত্র,ফাড়াই কাঠ,হাড়ি-পাতিল ও প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র পুড়ে ক্ষতি হয়েছে। এ ছাড়া ১টি গরু ও কয়েকটি মুরগী অগ্নিদগ্ধ হয়েছে। এতে সবমিলে আনুমানিক একলাখ টাকার জিনিসপত্রের ক্ষতি হয়েছে বলে মিনারুল ইসলাম জানান। সোনাতলা ফায়ার সার্ভিসের এ বিষয়ে অবগত নয় । তবে স্থানীয় লোকজন পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ করেন। অগ্নিকান্ডের সঠিক কারণ কেউ বলতে পারে না। সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক দৈনিক সাতমাথা ও দৈনিক ইত্তেফাক-এর সোনাতলা উপজেলা প্রতিনিধি মোঃ মোশাররফ হোসেনের মাধ্যমে অগ্নিকান্ড বিষয়ে অবগত হন। এ প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার দুঃখ প্রকাশ করেন এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদানের আশ্বাস দেন। এদিকে বুধবার ৯ জুলাই দুপুরের দিকে উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক শফিউল্লাহ ও বালুয়া ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি মোমিনুল ইসলাম রুমেল অগ্নিকান্ড ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে শান্তনা দেন।