বগুড়া সংবাদ : সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রাকিব হোসেন মোস্তাকিম (২২) এক মর্মান্তিক রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত রবিবার (৬ জুলাই) দুপুর ৩টা ৩০ মিনিটে কলেজ সংলগ্ন ওয়াবদা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে রেললাইনের ওই অংশে কোনো গেটম্যান বা নিরাপত্তাকর্মী না থাকায় এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ রেলক্রসিংয়ে পরিণত হয়েছে। অব্যবস্থাপনা ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় প্রাণ গেলো তরুণ শিক্ষার্থী মোস্তাকিমের।
দুর্ঘটনার পরের দিন আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা কলেজ গেটে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা রেলপথে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দাবি তুলে ধরেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আজিজুল হক কলেজের অধ্যক্ষ মীর শওকত আলী। তিনি বলেন,
"আমরা কলেজ প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের এই ন্যায্য দাবির সঙ্গে একমত। রেল কর্তৃপক্ষের প্রতি আহ্বান, যেন এখানে দ্রুত একজন নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হয় এবং দুর্ঘটনার পূর্ণ তদন্ত হয়।"
এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাকিল হোসেন, সিনিয়র আহ্বায়ক বিপ্লব হোসেন আতিক, সদস্য সচিব রাফিউল হোসেন, এবং অন্যান্য নেতৃবৃন্দ মোস্তাফিজার রহমান সুমন, সিহাব, মো. দীন, শেখ ফরিদ প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন,
"প্রতিদিন হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী রেললাইন পার হন, অথচ সেখানে নেই কোনো গেট কিংবা নিরাপত্তাকর্মী। এমন দায়িত্বহীনতা বরদাস্ত করা যায় না।"
মানববন্ধন শেষে, শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী (পথ), লালমনিরহাট - মো: শিপন আলী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।