বগুড়া সংবাদ : ঐতিহাসিক ১০ মুহাররম পবিত্র আশুরা উপলক্ষে বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের উদ্যোগে রবিবার বাদ মাগরিব স্টাডিজ গ্রুপ মিলনায়তনে আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের সাধারন সম্পাদক মোঃ ফজলুল বারী তালুকদার বেলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের দ্বিতীয় সহ-সভাপতি মাওলানা মোঃ আব্দুল খালিক। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আল জামিয়াতুল আরাবিয়া শামসুল উলুম (কারবালা) মাদরাসার মুহাদ্দিস মাওলানা কাজী ফজলুল করিম রাজু। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার তৃতীয় সহ-সভাপতি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক। অনুষ্ঠান আয়োজনে ছিলেন ধর্মীয় ও সাংস্কৃতিক উপ-কমিটি বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপ। উক্ত অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অধ্যক্ষ মাওলানা মো: আবু বকর ছিদ্দিক। আরো উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও গ্রুপের সদস্য রেজাউল হাসান রানু, এরশাদুল বারী এরশাদ, আব্দুল হান্নান প্রমুখ। আলোচনা শেষে মুসলিম উস্মাহর কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।