বগুড়া সংবাদ: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া নয়া পাড়া এলাকায় শাহ এয়তেবাড়িয়া মাজার সংলগ্ন নাগর নদের বাঁধ থেকে হরিণ শাবক উদ্ধার করেছে জিহাদ নামের এক ব্যক্তি। ২৯মে বৃহস্পতিবার সকালে বাঁধের ওপর জিহাদ হরিণে শাবকটি দেখতে পেয়ে শাবকটি উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান। শাবক উদ্ধারের বিষয়টি এলাকাবাসী জানতে পেরে দুপচাঁচিয়া বন বিভাগকে খবর দেয়।
উপজেলা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে হরিণ শাবকটি জিহাদের বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসী ধারণা মাজারে কেউ মানত করায় গোপনে মাজারে শাবকটি ছেড়ে দিয়ে যেতে পারে।