[caption id="attachment_1232" align="alignnone" width="725"] বিশুদ্ধ নিয়তের গুরুত্ব-[/caption]
বগুড়া সংবাদ : নবীয়ে আকরাম সা. ইরশাদ করেন, প্রত্যেক কাজের ভিত্তি নিয়তের উপর (আমলের সাওয়াব ও ফলাফল নিয়তের উপর নির্ভরশীল) আর প্রত্যেক ব্যক্তি সেটাই পাবে, যেটা সে নিয়ত করেছে। সুতরাং যার হিজরত (নিয়তের মধ্যে) আল্লাহ ও তার রাসূলের দিকে হবে, তার হিজরত (বদলা) আল্লাহ ও রাসূলের দিকেই হবে। আর যার হিজরত (নিয়তের মধ্যে) দুনিয়া হবে, অথবা কোন মেয়ে লোকের দিকে হবে যে, তাকে সে বিয়ে করবে, তাহলে তার হিজরত সেই হিসেবেই গণ্য হবে, যার জন্য সে হিজরত করেছে। #প্রেক্ষাপট রাসূল সা. মক্কা থেকে মদীনায় হিজরত করার পর, পর্যায়ক্রমে সাহাবীগণও মদীনাতে হিজরত শুরু করেন। এদিকে আল্লাহ তাআলা মুহাজিরদের জন্য বিভিন্ন সুসংবাদের ঘোষনা দেন। তো এক সাহাবী একজন সাহাবিয়াকে মনে মনে বিবাহের জন্য পছন্দ করেন, কিন্তু ঘটনাচক্রে সেই সাহাবিয়া মাদীনায় হিজরত করেন। তো সেই সাহাবী কোন উপায়ান্তর খুঁজে না পেয়ে সেই মহিলাকে বিবাহের উদ্দেশ্যে মদীনায় আগমন করেন। তখন অন্যান্য সাহাবী রাসূল সা. কে জিজ্ঞাসা করেন, তিনিও কি মুহাজিরদের সুসংবাদের অন্তর্ভূক্ত হবেন? তখন রাসূল সা. এ হাদীস ইরশাদ করেন। #ব্যাখ্যা এটি একটি খুবই গুরুত্বপূর্ণ সামাজিক হাদীস, যা সবার জীবনের প্রতিটি ধাপে অত্যন্ত কার্যকরী ভূমিকা বহন করে। কেননা আমরা যেটাই করি না কেন, তা একমাত্র আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্যই করতে হবে। তবেই আমরা উভয় জগতে সফলকাম হব। কেননা হাদীসে উল্লেখ আছে, প্রত্যেক কাজের ভিত্তি (সাওয়াব/শেষ পরিনাম) তার নিয়তের উপর। সুতরাং আমাদের প্রত্যেকটি কাজ হতে হবে রাসূলের সুন্নাহ মোতাবেক।