প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৫, ১১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:১৫ এ.এম
আত্রাইয়ে গোয়াল ঘর থেকে ৮টি গরু চুরি
বগুড়া সংবাদ :নওগাঁর আত্রইয়ে গোয়াল থেকে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার নৈদীঘি পূর্বপাড়া থেকে এ চুরির ঘটনা ঘটে। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
গরুর মালিক খোরশেদ আলমের ছেলে মাসুম হোসেন জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে পরি। ভোরে ঘুম থেকে জেগে গোয়াল ঘরে গিয়ে দেখি চোরেরা সবগুলো গরু চুরি করে নিয়ে গেছে। এঘটনায় শুক্রবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযোগের প্রেক্ষিতে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দীন জানান, গরু চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। গরু উদ্ধার সহ জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ