[caption id="attachment_1125" align="alignnone" width="1280"] বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু[/caption]
বগুড়া সংবাদ : বগুড়ায় দুই দিনব্যাপী অষ্টম বিজ্ঞান অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতা ও ৪৫ তম বিজ্ঞান মেলা শুরু হয়েছে। ‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনী সমৃদ্ধি’ স্লোগানে ধারন করে মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় সদর উপজেলা চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী ওই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা।
এ মেলায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠান ও দুটি ক্লাবের ৩০টি স্টল স্থান পেয়েছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছে।বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা স্মার্ট ব্রীজ, স্মার্ট টাউন, স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট যোগাযোগ ব্যবস্থা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এন্টিস্লিপ অ্যালার্ম ফর রাইডারসহ বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করেন।